রবনালয়
- আরিয়ান আহসান আরিফ - পরশি কাতর ১৯-০৫-২০২৪

প্রতীয় বিশাল আকাশের নিচে
রব রব বলে একাকার
শুধু আমি নই আমরা সবাই
রঙিন স্বপ্ন একেঁছি কত,

স্বাদ করে আশার চাদরে
নিংরেছি কত যংধরা মরিচিকা,
রব রব বলে একক নিরালায়
গেঁথেছি স্বপ্নের আশ।

বানিয়ে রেখেছি অট্টালিকা
টাকার মোহনায় তিলক শব্দ
মুছে দিয়েছি কত নাম
তবুও লোকে গায় প্রেমময় সুনাম।

আহা কি করিনাই হুতুম পেঁচা
সুখের পিছনে ঘেটে
শুধু পেরেশানি
কত টানাটানি ঘুম নেই দুটি চোখে,

রব রব বলে চলে আসি
বিরাট শুন্যতায়
থেকে গেলো অভিময়
কবিতার নাম রবরবনালয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।